• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

নাটোরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫
নাটোরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান।

নিহতরা হলেন- উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। তারা তিন বন্ধু।

স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হন। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হন। আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল-লেগুনা-লরির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
পাবনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নাটোরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
ঘন কুয়াশায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১