• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

যশোরে পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইকচালক নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
ছবি: আরটিভি

মাছ বহনকারী পিকআপভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ মণিরামপুরের মুন্সিখানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর সুন্দলপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী।

স্থানীয়রা জানান, মাছ বহনকারী পিকআপভ্যানটি যশোরমুখী যাচ্ছিল। এ সময় সুন্দলপুর বাজার স্কুল মোড়ে ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক আব্দুল মজিদকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পিকআপভ্যানে থাকা আব্দুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৪৫) এবং অপর অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে মণিরামপুর হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের টিএইচএ ডা. তন্ময় কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল মজিদ মারা যান।

স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হেসেন বলেন, ‘যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান। আমাদের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।’

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, মণিরামপুর সুন্দলপুর বাজারে পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হোন।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে নিখোঁজ সংবাদ, তদন্তকালে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
ইজিবাইক চালক হত্যা, কারাগারে সাবেক রেলমন্ত্রী
যাত্রীবেশে উঠে ইজিবাইক চালককে হত্যা, আটক ১