• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

মনোহরদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৪১
মনোহরদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার 
ছবি : আরটিভি

নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী সেতুর নিচ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

ঘটনাস্থলে যাওয়া মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, দীঘাকান্দী এলাকায় একটি ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, একদিন আগে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত  
ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার
সুগন্ধা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার