শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভাঙারির দোকান, মোটরসাইকেল মেরামতের দোকান এবং মিনি কাপড় তৈরির কারখানা পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ভাঙ্গারি ব্যবসায়ী আসিফ হোসেনে আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে পৌরসভার লোহাগাছ-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
মিনি কাপড় তৈরির কারখানা মালিক আলী হোসেন জানান, আগুনে তার কারখানার ১টি অ্যাম্ব্রয়ডারি মেশিন, দুটি বড় সাইজের সেলাই মেশিনসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এনজিও এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। হঠাৎ আগুন লাগায় আমি পথে বসে গেছি।
ভাঙারির ব্যবসায়ী আসিফ হোসেনের বলেন, আগুনে বিভিন্ন ধরনের ভাঙারি মালামাল ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোটরসাইকেল মেকানিক নূরুল ইসলাম বলেন, পুরাতন মোটরসাইকেলের বিভিন্ন ধরনের পার্টস ও যন্ত্রপাতি ছিল তার দোকানে। আগুনে তার দোকেনের ওইসব মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, রাত ২টার দিকে লোহাগাছ (সাতরাস্তা মোড়) সংলগ্ন স্থানে ভাঙারি ব্যবসায়ী আসিফ মিয়ার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আলী হোসেনের মিনি কাপড় তৈরির কারখানা লেগে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী আসিফ হোসেনে পায়ে আগুনের তাপ লেগে একটু ঝলসে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মাওনা ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টার পরে সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন