• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

নড়াইলে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৭:২১
ফাইল ছবি।

নড়াইলে একটি জাহাজের সুকানি মো. সাব্বির হোসেনকে হত্যা মামলায় জাহাজে কর্মরত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলার আরেক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাহজাহান আলী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পটুয়াখালী জেলার চামটা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মো. ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম। সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সাজ্জাদ হোসেন। তিনি রাজধানী মিরপুরের দারুস সালাম থানার লালকুঠি এলাকার আবু জাফর ইকবালের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজ নিয়ে সুকানি মো. সাব্বির হোসেনসহ জাহাজের কর্মরত অন্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে বাদীর ভগ্নিপতি জাহাজের সুকানি মো. সাব্বির হোসেনকে তার সহকর্মীরা (ফারুক, রফিকুল, সাজ্জাদ) রাতের কোনো একসময়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যান। পরে ০৩ অক্টোবর নড়াগাতি থানায় এসে মরদেহ দেখে বাদী মো. মহিদুল ইসলাম মরদেহটি সাব্বিরের বলে শনাক্ত করে মামলা দায়ের করেন। এ ঘটনায় বিচারিক আদালতে বাদী পক্ষের ১২ জনের সাক্ষ্য ও আসামি পক্ষে দুজনের সাক্ষ্য নেওয়া আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ আদেশ দেন।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসককে ধর্ষণ ও হত্যা: সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড 
নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
নড়াইলে ফেনসিডিলসহ আটক ২