• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রামে ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৮:০৭
ছবি : আরটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বিবিজান (৩৮) ও রুমা (১৬)। সম্পর্কে তারা মা ও মেয়ে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে এ রকম একটি গোপন সংবাদের ভিত্তিতে রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৯ টি ইয়াবা ভর্তি প্যাকেটসহ রুমা (১৬) ও বিবিজান (৩৮) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এস আই মো. জাফর বলেন, ইয়াবার একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে কিশোরের আত্মহত্যা
আনোয়ারায় ৩ গরু চোর আটক
জুয়ার আসর থেকে ১৩ জুয়াড়ি গ্রেপ্তার
চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের ২ অস্ত্রধারী গ্রেপ্তার