চাঁদপুরে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধন
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে চাঁদপুরে মাসব্যাপী তাঁত, বস্ত্র, চারু ও কারু এবং পাটজাত পণ্যমেলা উদ্বোধন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে চাঁদপুর আউটার স্টেডিয়ামে ফুলেল ফিতা কেটে, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
স্থানীয় সরকারের উপপরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. রবিউল।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, মেলার পরিচালনার দায়িত্বে থাকা এফবিসিসিআই এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. সালাহউদ্দিন।
মেলার পরিচালনার দায়িত্বে থাকা এফবিসিসিআই এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. সালাহউদ্দিন জানান, মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলায় শতাধিক বাণিজ্যিক স্টল স্থান পেয়েছে। মেলা প্রাণবন্ত করতে তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন গেইট, লাইটিং টাওয়ার, ঝর্ণা এবং অফিস কক্ষ। বাচ্চাদের বিনোদনের জন্য মেলা মাঠে বসানো হয়েছে নাগর দোলা, সাম্পান, ড্রাগন ট্রেন, মিনি ট্রেন, ওয়াটার বোর্ড, স্রিপার, জাম্পিংসহ নানান বিনোদনের ইভেন্ট।
তিনি আরও জানান, জামদানি শাড়ি, পাটজাত পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্যের সমাহার রয়েছে মেলায়। আরও আছে মুখরোচক খাবার, চটপটি, থ্রি পিচ গ্যালারী, বাচ্চাদের খেলনা সামগ্রী, কসমেটিক ও গৃহ সজ্জার স্টল। মেলার সার্বিক নিরাপত্তার জন্য ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বেস্ট ফিডিং, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি কক্ষ। অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা এবং দুই শিফটে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তারুণ্যের উৎসবকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বলেন, তারুণ্যের উৎসব ৫ আগস্ট বেলা ১১টার পর থেকে শুরু হয়েছে। তখন থেকেই তরুণরা উৎসব শুরু করে দিয়েছে। তরুণরা এই উৎসবের মাধ্যমেই দেশ গড়বে। দেশ গড়ার জন্যই আমরা এই তারুণ্যের উৎসবের আয়োজন করেছি।
জেলা প্রশাসক বলেন, আমরা কী চাই; সমাজ বিনির্মাণে তরুণরা ভূমিকা রাখবে। তারা পড়াশুনায়, সমাজ সংস্কার, সমাজের ত্রুটি বিচ্যুতি মনযোগী হবে এবং সেগুলো আমাদের মাঝে তুলে ধরবে। সে অনুযায়ী রাষ্ট্র এসব বিষয়ে ব্যবস্থা নিবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই, তরুণরা কোন ভুল পথে যাবে না। তরুণরা মাদকাসক্তে জড়িত হবে না। তারা যেখানে অন্যায় দেখবে, সেখানেই প্রতিবাদ করবে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন