• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৮:২৭
ছবি : আরটিভি

কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রিজের নিচে কয়েকজন গ্রামবাসী গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখে। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ দেখত পায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে শত শত মানুষ ব্রিজের নিচে ভিড় করে। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে মরদেহ দুটি উদ্ধার ও সুরতহাল করে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকজন ব্রিজের নিচের কুড়ায় (জলাশয়) গোসল করতে নেমে মরদেহ দুটি দেখতে পায়। পরে শত শত মানুষ আসতে শুরু করে।

ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতকদের মরদেহ দেখে মনে হচ্ছে বয়স পাঁচ-ছয় মাস হবে। দুটি নবজাতকই কন্যা। হয়তো দুজন যমজ। কে বা কারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি

তদন্তে আসা কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোহরদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার 
ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার
সুগন্ধা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার  
উল্লাপাড়ায় হাত-পা বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার