• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে দুই মাদককারবারি আটক 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৯:২৪
ছবি : আরটিভি

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১শ পিস ইয়াবাসহ মো. ফারুক গাজী (৪২) ও রাজু তালুকদার (৩৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আটক ফারুক গাজী মৃত হাকিম গাজীর ছেলে এবং রাজু তালুকদার জয়নাল তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে যৌথ বাহিনী ট্রাক রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক গাজীর কাছ থেকে ২০০ পিস এবং রাজু তালুকদারের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই দুইজন নয়, এলাকায় আরও অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। যুব সমাজকে রক্ষায় তাদেরকেও আইনের আওতায় আনা উচিত।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মাদকসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা হওয়ার পর দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের সঙ্গে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়
চাঁদপুরে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধন
চাঁদপুরে ২০ মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার
চাঁদপুরে ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন