চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের সঙ্গে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০৮:৫২ পিএম


চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের সঙ্গে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়
ছবি : আরটিভি

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। 

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা।

বিজ্ঞাপন

এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সহসভাপতি সোহেল রুশদী, আলম পলাশ, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন প্রমুখ। 

মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, এখন আর কেউ বলতে পারবে না থানায় অভিযোগ কিংবা মামলা নিচ্ছে না। সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে। পুলিশে বেশ ভালো একটি পরিবর্তন এসেছে। 

এরমধ্যেও কোন অনিয়ম হলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। যানজট নিরসনে প্রতিনিয়ত চেষ্টা করছি। আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। এলাকায় প্রভাব খাটানোর জন্য কিশোর গ্যাং তৈরি হচ্ছে। আমরা পরিবারকে সচেতন করে যাচ্ছি। যেখানেই সমস্যা হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করছি। অনেক কাজে সফলতাও পেয়েছি। এছাড়া যানজট নিরসনে আমাদের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি সহসাই সুফল পাওয়া যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission