• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ২২:০৭
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির গাছ কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আলম মিয়া (৬৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম চরটেকি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চরটেকি গ্রামের গোলাম হোসেনের বাড়িতে তার দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিন বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। এ সময় বিএনপি নেতা আলম দুই ভাইয়ের ঝগড়া থামাতে আসেন, এক পর্যায়ে আলম ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল-লেগুনা-লরির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত  
যশোরে পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইকচালক নিহত