মাছ বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে ২ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার কোম্পানীগঞ্জের বউবাজারে এ ঘটনা ঘটে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
স্থানীয়রা জানান, আগের দিন সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে তর্কাতর্কি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাটি মহড়া দেন। পরে সালিশের মাধ্যমে বিষয়টির সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা।
এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে আবারও দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে অবস্থান নেন উভয়পক্ষের লোকজন। দীর্ঘক্ষণ অবস্থানের এক পর্যায়ে দু’পক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ শুরু করলে মহাসড়কে রণক্ষেত্র পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সাংবাদিকসহ উভয়পক্ষের বেশ কয়েকজন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমি আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন