• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭
মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মো. দুলাল মাঝি (৪০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলার ইলিশা নৌ থানার ওসি মো. শাহীন উদ্দিন।

নিখোঁজ দুলাল মাঝি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলার খাল এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় জেলেরা জানান, বিকেলের দিকে দুলাল মাঝি ভোলার খাল মৎস্য ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি নৌকা নিয়ে মাছ শিকারে নামেন। সন্ধ্যার একটু পর তিনি নৌকা নিয়ে তীরে ফিরছিলেন। ওই সময় অন্ধকার নদীতে একটি বাল্কহেড তার নৌকাকে ধাক্কা দিলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

এ বিষয়ে ভোলার ইলিশা নৌ থানার ওসি মো. শাহীন উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের নৌ পুলিশসহ কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছেন। এ ছাড়াও ওই বাল্কহেডটিও আটকের চেষ্টা চলছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোলায় অস্ত্র-বোমাসহ আটক ৩
ভোলায় দুই মোটরসাই‌কে‌লের সংঘর্ষে একজনের মৃত্যু
বাবার মৃত্যু, বাড়িতে এসে ঘরচাপায় ঝড়ে প্রাণ গেল মেয়েরও
ঘূর্ণিঝড় রেমাল: ভোলায় ঘরচাপায় নারীর মৃত্যু