পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা
চট্টগ্রামের পটিয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাত-দিন ফসলি জমি ও পাহাড় কেটে মাটি লুটে বিক্রি করে দিচ্ছে মাটি খেকোরা। কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি কাটা। প্রশাসনের গাফিলতির কারণে মাটি খেকো চক্রের সদস্যদের শাস্তির আওতায় না আনায় দিনের পর দিন কৃষি জমির টপসয়েল কাটার পাশাপাশি পাহাড় কেটে উজাড় করে দিচ্ছে চক্রের সদস্যরা। পটিয়ায় থানা পুলিশের নাম ভাঙিয়ে নুর আমিন প্রকাশ মোটা আমিন ও নুরু নামে দুই ব্যাক্তি ট্রাকপ্রতি ৪ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। একাধিকাবার এই বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের লোকজন জড়িত থাকায় এ মাটি কাটা বন্ধ করা যাচ্ছেনা। স্থানীয়রা এই মাটি কাটা বন্ধের দাবি জানালে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলেও জানা গেছে।
বুধবার (২২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন জায়গা থেকে কৃষি জমির টপসয়েল ও পাহাড় কেটে সমতল করে দিচ্ছেন মাটি খেকোরা। এ ছাড়া কেউ বাধা দিতে আসলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখা, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ভয়ভীতিও প্রদর্শন করার অভিযোগও রয়েছে।
স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুম আসলেই বেপরোয়া হয়ে উঠে মাটি খেকোরা। কৃষি জমির ক্ষতিসাধন করে পরিবেশেরে ভারসাম্য নষ্ট করলেও প্রশাসন কার্যকরী ভূমিকা না রাখায় তাদের দমানো যায় না।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, পটিয়ায় মাটি কাটার চরম প্রবণতা চরম আকার ধারণ করেছে। যেখানে মাটি কাটার খবর পেয়েছি সেখানে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করেছি।
তিনি আরও বলেন, মাটি কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ওসি পটিয়াকে বলেছি। কোথাও কৃষি জমি ও পাহাড় কাটার খবর পেলে অভিযান পরিচালনা করা হবে।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন