• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১২:০৪
কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম
ছবি: সংগৃহীত

ভোর থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের সাধারণ মানুষের জনজীবন। ঘন কুয়াশার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ।

বুধবার (২২ জানুয়ারি) সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না।

আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি।

স্থানীয়রা জানান, মাঘ মাসে ঠান্ডা বেশি হয়। এ সময় মাঠে ঘাটে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, বুধবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার আরও কমার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে নতুন বার্তা
ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার