• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

সমন্বয়ক রাফির ওপর হামলা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলার দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলার রাউজান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আবদুল্লাহ আল হামিম (২৩)। হামিম রাউজানের আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিমের ছেলে ফারাজ করিমের সংগঠন ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজানের’ কর্মী।

রাউজানে একটি মতবিনিময় সভায় হট্টগোলের সময় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় হামিমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে রাউজানের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলা হয়। ঘটনায় সময় বেশ কিছু সময় ধরে চলে হট্টগোল। একপর্যায়ে মতবিনিময় সভা বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সভাস্থল থেকে আবদুল্লাহ আল হামিমকে আটক করে সোমবার রাতে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুহাম্মদ বেলাল ১৫ থেকে ২০ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘সোমবারের মতবিনিময় সভায় কিছু ছাত্রলীগ কর্মী ছাত্রদের সভায় শিক্ষার্থী সেজে প্রবেশ করার তথ্য পেয়েছে পুলিশ। এরপর প্রবেশ করতে না পেরে হট্টগোলের এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা হয়েছে। আবদুল্লাহ আল হামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র-জনতার ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার