• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ব্যাগ ফেলে যান ব্রিটিশ নাগরিক, অতঃপর...

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৬
ব্যাগ ফেলে যান ব্রিটিশ নাগরিক, অতঃপর...
ছবি : আরটিভি

সিএনজিতে (অটোরিকশা) ভুল করে হাতব্যাগ রেখে নেমে যান ২ ব্রিটিশ নাগরিক। ওই ব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। ৮ ঘণ্টার চেষ্টায় অভিযান চালিয়ে সেই হাতব্যাগ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরের জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যাওয়ার পর হাতব্যাগটি নিতে ভুলে যান ওই দুই ব্রিটিশ নাগরিক। ভুলবশত হাতব্যাগটি সিএনজি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন দুই ব্রিটিশ নাগরিক। পরে তারা সেই অটোরিকশা খুঁজে না পেয়ে কোতোয়ালি থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ সিএনজি অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এদিন রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগ উদ্ধার করা হয়।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক
রাজধানীতে সড়কে শুয়ে সিএনজিচালকদের অবরোধ 
ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১