• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৫:০৫
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
ছবি : আরটিভি

ঠাকুরগাঁওয়ে গনপিটুনিতে রুবেল নামে এক মোটরসাইকেল চোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে।

রুবেল জেলার পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামের খলিলের ছেলে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, সকালে যাদুরানী বাজারে মুদি দোকানদার আব্দুল মালেক তার মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে দোকানের তালা খুলছিলেন। এ সময় মোটরসাইকেল চোর রুবেল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রুবেলের নামে একাধিক চুরির মামলা রয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় শীতবস্ত্র পেলেন ৪০০ শীতার্ত
নাটোরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি