• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: জামায়াত সেক্রেটারি

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৬:০২
আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: জামায়াত সেক্রেটারি

জামায়াত নির্বাচনী ব্যবস্থা সংস্কার চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২২ জানুয়ারি) সকালে দারুল আমান ট্রাস্ট ময়দানে পাবনা জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, ‘জামায়াতে ইসলামী মানুষের স্বার্থ ও দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশি। আর দেশের জনগণ দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন চায়। আমরাও নির্বাচনী ব্যবস্থাও সংস্কার চাই। এজন্য জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন প্রস্তাব করেছি। এ বিষয়ে ব্যাপক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।’

জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা যাবে। প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলামিক ভীতি দূর হবে এবং তারা শৃঙ্খলবদ্ধভাবে জীবন পরিচালনা করতে পারবে। সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে এবং কারও মধ্যে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমীর ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র-জনতার ঋণ পরিশোধ করতে হবে: গোলাম পরওয়ার
আসুন সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাই: জামায়াত সেক্রেটারি
ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত সেক্রেটারি
বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণের জন্যই মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল ভারত: গোলাম পরওয়ার