• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ধামরাইয়ে ২ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৮:০৭
ছবি : আরটিভি

ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও ১০ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মদিনা ব্রিকসকে ৫ লাখ টাকা ও নাসিমা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এ দুটি ব্রিকসের চিমনি ধ্বংস করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী জানান, ধামরাই উপজেলার দুটি অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করা হয়। নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
ধামরাইয়ে ছাত্রদলের আনন্দ মিছিল