• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২ 

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
ছবি : আরটিভি

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার গৌরীপুর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মো. ইসহাক তুষার (২৪) ও গৌরীপুর এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি, ১টি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিলো। তাদের নিকট আরও অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি আসিফ আকবরের
সমন্বয়ক রাফির ওপর হামলা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার