কক্সবাজারে বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিমের বিচারের দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিম উদ্দিনের বিচারের দাবিতে কক্সবাজারের রাস্তায় বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কক্সবাজারে সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় সহস্রাধিক মানুষ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টার পর থেকে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে শহীদ সরণিস্থ কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জমায়েত প্রসারিত হয়ে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পালের দোকান এলাকা পর্যন্ত। সাড়ে ৩টায় বের করা হয় বিক্ষোভ মিছিল।
কক্সবাজারের সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে কক্সবাজার সদর, পৌর, রামু, ঈদগাঁও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ নানা পেশাজীবীর মানুষকে অংশ নিতে দেখা গেছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারঘাটা গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, আইজিপি বেনজিরের ক্যাশিয়ার এবং প্রতারক জসিম, তার স্ত্রী তানজিনা সুলতানা, ভাই মাসুদ, স্বীকৃত প্রতারক, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং কক্সবাজারের পর্যটন খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই প্রতারক কক্সবাজারের পর্যটন শিল্পসংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার উদ্যোগ গ্রহণ করায় কাজলের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। জসীমসহ তার সহযোগীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের করে শাস্তির দাবি জানানো হয়।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে কুৎসা রটানো ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় বিএনপি, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী মহল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে একই দাবি জানিয়েছিলেন।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন