কুড়িগ্রামে ২৪ জানুয়ারি জামায়াতের কর্মী সম্মেলন
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আগামী ২৪ জানুয়ারি জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী বক্তব্য রাখেন।
তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে জামায়াতের এই কর্মী সম্মেলন ঘিরে কুড়িগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম ও অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল মতিন, জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মো. জহুরুল হক এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে কর্মী সম্মেলন সফল করতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের সাজসজ্জাসহ সবধরনের প্রস্তুতি মূলক কর্মকাণ্ড জোরদারভাবে চলছে। বুধবার বাদ আছর সম্মেলন মাঠ থেকে কুড়িগ্রাম শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেছেন এবং তার আগে মঙ্গলবার বাদ আছর শহর জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা শহরের প্রাণকেন্দ্র প্রদক্ষিণ করেছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন