নিখোঁজের ১০ দিন পর বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার
মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১০ দিন পর ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ গ্রামের পরিত্যক্ত একটি ভিটা থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফজিলাতুন্নেছা ওই গ্রামের মৃত্যু রহমান আকনের স্ত্রী।
নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে কেউ তাকে হত্যা করেছে বস্তাবন্দী করে রেখে গেছে। এদিকে পুলিশ বলছে তদন্ত মাধ্যমে আসবে আসল অপরাধী।
নিহতর মেয়ে রেখা আক্তার বলেন, আমার মাকে কারা যেন মেরে বস্তাবন্দী করে ফেলে রেখেছে। নিখোঁজের পরে আমরা অনেক খোঁজাখুঁজি করেও আমার মায়ের সন্ধান পায়নি। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।
এর আগে গত ১২ জানুয়ারি বাড়ির পাশে ছোট কুতুবপুর বাজারে ছেলের জন্য বিকাশে টাকা পাঠাতে গিয়ে নিখোঁজ হয় বৃদ্ধা ফজিলাতুন্নেছা।
শিবচর থানার ওসি রতন শেখ বলেন, পুলিশের ক্রাইম টিম এখানে আসতেছে। আমরা পিবিআইকে বিষয়টি অবগত করেছি তাদের ইউনিটও এখানে আসতেছে। আমরা আশা করছি তদন্তের মাধ্যমে খুব দ্রুতই অপরাধীদেরকে শনাক্ত করতে পারব।
আরটিভি/এএএ
মন্তব্য করুন