নয় দিন আগে সৌদি ফিরে পরপারে মোবারক
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা শহরের একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোক করে মারা গেছেন মো. মোবারক হোসেন (৪০) নামে প্রবাসী বাংলাদেশি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোবারকের বড় ভাই মো. জসিম।
এর আগে, বুধবার সৌদির স্থানীয় সময় বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মোবারক।
নিহত মোবারক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের উত্তর পাড়া নিবাসী মরহুম আব্দুল মজিদের ছোট ছেলে। নিহত মোবারক ৩ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট। মোবারক স্ত্রী ও ২ পুত্র রেখে পরপারে পাড়ি দিলেন।
মোবারকের বড় ভাই মো. জসিম বলেন, জীবিকার তাগিদে প্রায় ২৫ বছর আগে মোবারক সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবের জেদ্দা শহরে সে প্রথমে একটি কোম্পানিতে কাজ করতেন। বর্তমানে সে নিজেই ছোট একটি ব্যবসা পরিচালনা করতেন।
সর্বশেষ গত ৩ মাস আগে সে ছুটি কাটাতে দেশে আসেন। ছুটি শেষে গত ১৩ জানুয়ারি ২০২৫ সে সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরে যান। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার বড় ভাই আসাদ তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় মোবারকের মৃত্যু হয়।
আরটিভি/একে/এস
মন্তব্য করুন