যশোরে সড়ক দুর্ঘটনায় হামিদুর রহমান নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাটশিয়ায় এ ঘটনা ঘটে। তিনি হাওয়াইমিঠাই বিক্রি করতেন।
হামিদুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো পাকুরিয়া গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে। সকাল ৭টার দিকে ঝিকরগাছার বাঁকড়া খোরদো-বাঁকড়া সড়কে সাইকেলে হামিদুল ইসলামকে মাটিবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।
আরটিভি/একে/এস