• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না: দুদু

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না। মেরুকরণ যাই হোক জনগণ যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ সালে জামায়ত ও পাকিস্থানি সেনাবাহিনী দেশ প্রেমিক ছিল। সেই পাকিস্তানি ধারা থেকে জামায়াত বেরিয়ে আসতে পেরেছে কি না জাতি জানতে চায়।

বিএনপি ১৭ বছর থেকে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্রের ও স্বাধীনতার প্রত্যাশায় ও মানুষের অধিকারের প্রত্যাশা করেন তিনি।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন উপস্থিত ছিলেন।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে: নীরব
দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের
গণতন্ত্রের পথে সরকারের প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস মার্কিন দূতের
দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা হোক: ফখরুল