আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত 

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৪:২২ পিএম


আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত 
ছবি : আরটিভি

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারের কামাল মার্কেটে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মোগড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুন মিয়া, আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাহাদুর হোসেন তিতাসসহ সহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীবৃন্দরা। 

সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission