• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত 

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:২২
ছবি : আরটিভি

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারের কামাল মার্কেটে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোগড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুন মিয়া, আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাহাদুর হোসেন তিতাসসহ সহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীবৃন্দরা।

সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় লরির সঙ্গে ধাক্কা লেগে কিশোর নিহত
স্বামী মোবাইলে তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড