• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

লরিচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩২
ফাইল ছবি।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—দাউদকান্দি পৌরসভা কলেজের শিক্ষার্থী আরিফ উদ্দিন (১৮) ও প্রবাসী সৈকত সরকার (১৮)। এর মধ্যে, আরিফ দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। সৈকত সরকার ইতালিপ্রবাসী।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আরিফ ও সৈকত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় ঢাকামুখী একটি লং লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুজনের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া যাওয়া হলো না বিল্লালের
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মোটরসাইকেল-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২