ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলস্টেশনে আশ্রয় নেওয়া সুবিধাবঞ্চিত ভাসমান অসহায়দের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া রেলস্টেশনে মনিয়ন্দ তরুণ সংঘের সার্বিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, তীব্র শীতে জবুথবু স্টেশনের অসহায় মানুষগুলো। তাদেরকে উষ্ণতার হাত বাড়িয়ে দিতে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। এদিকে এই তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র হিসাবে চাদর পেয়ে খুশি দুস্থ, অসহায় মানুষেরা।
এ সময় রুবেয়েত, ইমরান চৌধুরী, রাকিব ভূঁইয়া, আতিক তুষার, আসিফ নেওয়াফ, অন্তর মিয়া ও আমজাদ মিয়া উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ