• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি: ৫৯ বিজিবি অধিনায়ক 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:১০
ছবি : আরটিভি

বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক উল্লেখ করে সীমান্ত আইন মেনে চলার প্রতি সীমান্তবাসীদের আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবাসীদের সঙ্গে মতবিনিময় সময় তিনি এ আহ্বান জানান।

গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে, আপনাদের (সাধারণ জনসাধারণ) এখানে আসার দরকার নেই, আপনারা নিশ্চিন্তে থাকেন শূন্য লাইনে বিজিবি আছে মানে বর্ডার নিরাপদ।

তিনি কৃষক ছাড়া অন্যদের অযথা সীমান্তে না যাওয়ার আহ্বান জানান। এ ছাড়াও মাদক ও চোরাচালান রোধে সীমান্তবাসীর সহযোগিতা চান বিজিবি অধিনায়ক।

তিনি আরও বলেন, সীমান্তের ইস্যুতে ভিউ বাড়ানোর জন্য গুজব ছাড়ানো হচ্ছে, এ বিষয়ে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিররিয়াসহ সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও শিক্ষক ও মসজিদেও ইমাম।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে
সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না
পাগলা নদীতে ডুবে কিশোরের মৃত্যু
আফ্রিকান নারীর অনুপ্রবেশ, আটক করলো বিজিবি