সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি: ৫৯ বিজিবি অধিনায়ক 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ১১:১০ পিএম


সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি: ৫৯ বিজিবি অধিনায়ক 
ছবি : আরটিভি

বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক উল্লেখ করে সীমান্ত আইন মেনে চলার প্রতি সীমান্তবাসীদের আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবাসীদের সঙ্গে মতবিনিময় সময় তিনি এ আহ্বান জানান। 

গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে, আপনাদের (সাধারণ জনসাধারণ) এখানে আসার দরকার নেই, আপনারা নিশ্চিন্তে থাকেন শূন্য লাইনে বিজিবি আছে মানে বর্ডার নিরাপদ। 

বিজ্ঞাপন

তিনি কৃষক ছাড়া অন্যদের অযথা সীমান্তে না যাওয়ার আহ্বান জানান। এ ছাড়াও মাদক ও চোরাচালান রোধে সীমান্তবাসীর সহযোগিতা চান বিজিবি অধিনায়ক। 

তিনি আরও বলেন, সীমান্তের ইস্যুতে ভিউ বাড়ানোর জন্য গুজব ছাড়ানো হচ্ছে, এ বিষয়ে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিররিয়াসহ সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও শিক্ষক ও মসজিদেও ইমাম।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission