• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

কালিয়াকৈর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:১৮
ছবি : আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাড্ডা থানার ফাঁড়ি ইনচার্জ মাজাহারুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ইসতিয়াক কবির সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে।

জানা যায়, ৫ আগস্টের পর থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগর এলাকায় ঘোরাঘুরি করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজাহারুল ইসলাম ইসতিয়াক কবিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সম্রাটকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বাড্ডা থানা থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবিরকে গ্রেপ্তার করার মেসেজ পেয়েছি। তাকে কালিয়াকৈর থানায় আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর কারাগারে
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
সমন্বয়ক রাফির ওপর হামলা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনায় ১৬ নেতাকর্মীকে শাস্তি