সুনামগঞ্জে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে উদ্যোগে দুই শতাধিক হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দরিদ্র মানুষদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও সেক্রেটারি লুতফুর রহমান দুলালের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসান আলী মাষ্টার, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অ্যাড. মহসিন রেজা মানিক, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলেমান চৌধুরী, সাংবাদিক সুস্তফা আমির ফয়সল প্রমুখ।
আরটিভি/এএএ
মন্তব্য করুন