• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

সাবেক ডিআইজি আব্দুল বাতেনের ভাতিজা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭
ছবি : আরটিভি

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ। পরে নিজ উপজেলার মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়।

আজিম মাহমুদ মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশের রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনের আপন ভাতিজা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামিদের গ্রেপ্তারে সব থানায় অবগত করা হয়েছিল। মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে অবগত করা হয়েছে তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

সুনামগঞ্জে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে। ধর্মপাশায় গ্রেপ্তারকৃত আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
তালেবান নেতাদের গ্রেপ্তারে আইসিসির নির্দেশ
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বকশীগঞ্জে নাশকাতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২