• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

বিভাজন দূর করে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: হাসনাত

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩১
ফাইল ছবি।

বিভাজন দূর করে জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। আর এই বিভাজনে আল্টিমেটলি যারা ভারতে পালিয়ে আছে তাদের লাভ। এই বিভাজন দূর করে জাতির স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর তাদের নেতারা ভারতে ও দুবাই পালিয়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে। পালানোর সময় তাদের কোনো কর্মীকে সঙ্গে নেয়নি, এখন সেই কর্মীরাই বাড়ি থাকতে পারছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই আহ্বায়ক বলেন, কেউ কেউ ভারতে বসে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। যারা এই গুজব ছড়াচ্ছে, তারাই এখন ভারতে পালিয়ে আছে। তারা পালিয়ে থেকে আমাদের বলছে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। এটি খুবই হাস্যকর।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নেতা হতে হবে জনমুখী ক্ষমতামুখী নয়। আপনি কোনো নেতার পিছনে ঘুরবেন কাকে সমর্থন দিবেন এগুলো একটু বুঝেশুনে করবেন। নেতা যদি অত্যাচারী-নির্যাতক, মানুষের অধিকার হরণকারী, জমি দখল করে ওই নেতার আমাদের কোনো প্রয়োজন নেই।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ
আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ
কারা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ
পুলিশের পোশাক গোলাপি রঙের করার আহ্বান উমামার