• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

সুনামগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫
ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের একটি ধান ক্ষেতের ডোবা থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরের বোরো জমির মাঝের একটি ডোবা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুরাদপুর গ্রামের নুর হোসেন গ্রামের পাশের তেরবজান হাওরে তার বোরে ধানের জমি পরিদর্শন কর‍তে যান। এ সময় জমির মাঝে ছোট ডোবায় একটি অজ্ঞাতনামা মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে রাত ৯টা পর্যন্ত অজ্ঞাতনামা মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, ‘মুরাদপুর গ্রামের পাশের হাওরের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ
রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার
২০২৪ সালে রেকর্ড প্রবাসী কর্মীর মরদেহ দেশে এসেছে
সাবেক ডিআইজি আব্দুল বাতেনের ভাতিজা গ্রেপ্তার