• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

পটুয়াখালীতে ওয়াজ করবেন আজহারী, লোকে লোকারণ্য

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩১
ছবি: সংগৃহীত।

পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আজ অনুষ্ঠিত হবে ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলকে ঘিরে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এখন লোকে লোকারণ্য। দুপুরের পর থেকে শুরু হওয়া মাহফিলে বাদ এশা আজাহারীর বয়ান করার কথা রয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) ফজর থেকে দলে দলে লোকজন আসতে শুরু করে এবং দুপুরের আগেই লোকারণ্য হয় মাহফিলের মূল মাঠ।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত মাহফিলের জন্য মোট ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পটুয়াখালী শহরের প্রধান প্রবেশপথ ফোরলেন সড়কে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। এতে মানুষ মূল মাঠের বাইরে বসেও মাহফিল দেখতে এবং শুনতে পারবেন। শহরের বিভিন্ন সড়কে এবং মাঠে অর্ধশত এলইডি স্ক্রিন এবং চার শতাধিক মাইক বসানো হয়েছে।

মাহফিলে তিনটি মাঠ নারীদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে লতিফ স্কুল মাঠ, হাজী আক্কেল আলী কলেজ মাঠ এবং হাউজিং এস্টেট মাঠ।

মাহফিলের যেকোনো অপ্রীতিকর ঘটনা কিংবা অসুস্থ মুসল্লিদের জন্য বেশ কয়েকটি মেডিকেল দল প্রস্তুত রাখা হয়েছে। মূল মাঠের পাশে সার্কিট হাইজের সমানে ১০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক মাহফিলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

এ তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক সোসাইটির প্রধান উপদেষ্টা অ্যাভোকেট মো. নাজমুল আহসান এবং ব্যবস্থাপনায় থাকবেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ আন নাহিয়ান।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান গণমাধ্যমকে জানান, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় বক্তারা এখন ওয়াজের পাশাপাশি সংগীত এবং পবিত্র কোরআন থেকে তেলওয়াত করছেন। বাদ জোহর মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। ড. মিজানুর রহমান আজহারী বিকেল ৪টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা করবেন। তিনি বাদ এশা মাহফিল ময়দানে উপস্থিত হয়ে বয়ান করবেন। আশা করা হচ্ছে রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মাহফিল সমাপ্ত হবে।

তিনি আরও জানান, আজাহারী পটুয়াখালীতে আসতেছে এ জন্য আমরা খুশি ও আনন্দিত এবং তার এ আগমণে আমাদের খুব ভালো লাগছে। এ আয়োজন পটুয়াখালীর জন্য গর্বের ও গৌরবের বিষয়। এত বড় মাহফিল আমরা আর কখনই পাইনি।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে তারেক রহমানকে ধন্যবাদ দিলেন আজহারী
সাঈদীর মৃত্যু নিয়ে যা বললেন আজহারী
চট্টগ্রামের মাহফিলে যাওয়ার আগে যা বললেন আজহারী
ফেসবুক কেন লাস্ট ওয়ারনিং দিলো আজহারীকে?