ফেনীতে দুর্বৃত্তদের হামলায় ৩ যুবদল কর্মী আহত
ফেনীর সোনাগাজীতে কৃষকদলের সভা শেষে বাড়ি ফেরার পথে ৩ যুবদলকর্মীর ওপর হামলা চালানো হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন।
আহতরা হলেন- চরদরবেশ ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার জামাল উদ্দিন খোকন (৩৪), মোহাম্মদ আবদুল্লাহ টিটু (৪৩) ও মোহাম্মদ রুবেল (৪০)। তারা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় কৃষকদলের প্রস্তুতি সভা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। তাদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যুবদলকর্মী জামাল উদ্দিন খোকনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জামাল বলেন, সভা থেকে আমরা স্বাভাবিকভাবে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে হামলার ঘটনা ঘটে। মাদক কারবার ও ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ভোলন ডাকাত, ইসরাফিল ডাকাতসহ ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।
জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, হামলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জামাল উদ্দিনসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় মোট তিনজন আহত হয়েছে। এটি কোনো রাজনৈতিক হামলা নয়।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন