• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৩
ফাইল ছবি।

নরসিংদীর রায়পুরায় দুপক্ষের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থিতের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আতিয়ার ও আলমগীর।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য নিয়ে ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুলের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। জাকির চেয়ারম্যান অবস্থান করছিল এলাকায় এবং আশরাফুল ছিল এলাকার বাইরে। আজ সকালে আশরাফুল চেয়ারম্যান এলাকায় আসার চেষ্টা করছিলেন। এ সময় সংঘর্ষ বাঁধে বলে তিনি জানান। এতে ২ জন নিহত হয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে যেহেতু দুর্গম চরাঞ্চল এলাকা। আমরা স্পিড বোটের জন্য অপেক্ষা করছি।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ায় ফের জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১৮
গাজায় ধ্বংসস্তুপের নিচে মিলছে মরদেহ, নিহত ছাড়াল ৪৭ হাজার
সুদানের হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৬৭
কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত