• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সব নির্বাচন হবে স্বচ্ছ: ইসি আবুল ফজল

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৪
ছবি : আরটিভি

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদসহ স্থানীয় সরকারের সব নির্বাচন হবে স্বচ্ছ।একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে সকল সংশয় দূর করা হবে। এজন্য নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ের হলরুমে নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

আবুল ফজল বলেন, বিগত দিনের সব প্রশ্নবিদ্ধ ভোটের কারণে দেশের মাঠপ্রশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাঠ থাকবে সমতল। দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের অধিকার আদায় করবেন। এজন্য আগে থেকেই সবকিছুই গুছিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের সক্রিয়তা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

পরে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন কমিশনার।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫
নির্বাচনের অজুহাতে জরুরি অবস্থা আরও ৬ মাস বাড়াল জান্তা সরকার
রংপুরে সড়কে ঝরল ৫ প্রাণ
রংপুরে বাস-মাহেন্দ্রার সংঘর্ষ, নিহত ৩