• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

শান্তিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:১৯
ফাইল ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জের গাজীনগর গ্রামে রাজিয়া বেগম (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গৃহবধূ রাজিয়া বেগম উত্তর গাজীনগর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই এলাকার বাবনিয়া গ্রামে। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি রাজিয়া বেগম আত্মহত্যা করেছে। তবে তার বাবার বাড়ির লোকজনের অভিযোগ রাজিয়া বেগমকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এই ঘটনায় গৃহবধূর মা ও ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জিজ্ঞাসাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতের কোনো একসময় পরিবারের সদস্যরা রাজিয়া বেগমকে বসতঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এরপর তার স্বামী আজিজুল মিয়া তার গলা থেকে রশি খুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে গাজীনগর গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক
ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিলো পুলিশ
সীমান্তে আটক মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএিসএফ
শরীয়তপুরে কারেন্ট জালসহ আটক ১৭