• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

সংস্কারের পাশাপাশি অন্য কাজগুলোও একসঙ্গে করতে হবে: রিজভী

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৫, ২২:৪১
সংস্কারের পাশাপাশি অন্য কাজগুলোও একসঙ্গে করতে হবে: রিজভী
ছবি : আরটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না। সংস্কারের পাশাপাশি অন্য কাজগুলোও একসঙ্গে করতে হবে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উদ্দেশে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। মানুষের সুখ-শান্তির কথা ভাবতে হবে। পুলিশের সংস্কার করতে হবে। বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গত ১৬ থেকে ১৭টি বছর শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল। মিছিল বের করলে পুলিশ শটগান দিয়ে গুলি করতো। ফেসবুকে স্ট্যাটাস দিলে পুলিশ বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে জেলে পাঠাতো। প্রতিবাদ করলেই মামলা, নিপীড়ন আর গুম হতে হতো।

তিনি বলেন, শেখ হাসিনা বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করেছে। তিনি এবং তার পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে করেছিলো জ্ঞানশূন্য। সর্বত্রই প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি চালু করেছিল। না লেখলেও পাস করিয়ে দেওয়া হতো। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে। এর থেকে উন্নতি ঘটাতে হলে দেশে গনতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।

এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস।

মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মোকছেদুর রহমান, আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাইদ ও জেলা বিএনপির সহ-সভাপতি জহীর আলম খান লোদী।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে ঝাড়ু মিছিল
আ.লীগ স্বাধীনতার শক্তি নয়, তারা পলাতক শক্তি: নিতাই রায়
ইসলামী আন্দোলন-বিএনপির বৈঠকে ১০ যৌথ সিদ্ধান্ত গ্রহণ
চরমোনাই পিরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল