• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

৪ ঘণ্টা অবরুদ্ধ রেখে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করল শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:১০
৪ ঘণ্টা অবরুদ্ধ রেখে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করল শিক্ষার্থীরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইব নগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে ৪ ঘণ্টা অবরুদ্ধ রেখে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানায়, গত ২৪ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদরাসার কম্পিউটার ল্যাবটি ভাড়া দেওয়া হয়। এ সময় ল্যাবে ভাড়া নেওয়া ট্রেইনার ও প্রশিক্ষণার্থীরা নাচ-গান করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মাদরাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরপর রোববার সকালে মাদরাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। পরে অধ্যক্ষের নিজ অফিস কক্ষে ভেতর থেকে দরজা আটকে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রেখে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এ সময় কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম মাদরাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। পরে বাধ্য হয়ে দুপুর ২টার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা।

এ বিষয়ে শোয়াইবনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, সকাল ১০টা থেকে নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। গত শুক্রবার বন্ধের দিন কম্পিউটার ল্যাব ভাড়া নিয়ে কিছু প্রশিক্ষণার্থী নাকি নাচানাচি করেছে এটা ভাইরাল হয়েছে এ কারণে। এ ছাড়া আর কিছু না। এ ঘটনায় আমার কাছ থেকে অনুমতিও নেয়নি। আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। সব শিক্ষককে ডাকা হয়েছে। এছাড়াও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো নিয়েও সরকারি নির্দেশনা আছে। সেসব বিষয়গুলো বিবেচনা করা হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম 
ড. ইউনূসের নামে প্রচারিত পদত্যাগপত্রটি ভুয়া
ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২
কালীগঞ্জে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, পা হারালেন নলকূপ মিস্ত্রি