• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

আইনজীবী আলিফ হত্যা মামলায় ১১ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:২০
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তাররা হলেন- প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

বিষয়টি জানান আলিফ হত্যা মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত কাজী শরীফের আদালতে আসামিদের হাজির করা হয়। পরে আদালত আসামিদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮১২ কোটি আত্মসাৎ, তারিক সিদ্দিকীসহ আসামি ১৯
বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান, শিক্ষকদের গণশিক্ষা উপদেষ্টা
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা, ৩৩ জনকে আসামি করে মামলা
বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগে মিলল ৯৫ মুঠোফোন