রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে জিপ গাড়ি উল্টে ৮ পর্যটক আহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাচালং বাজার থেকে দুই কিলিমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি কানন সরকার।
বিজ্ঞাপন
তিনি বলেন, পর্যটকবাহী একটি জিপ (চান্দের গাড়ি) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।গুরুতর আহত দুজনের মধ্যে একজনের হাত ভেঙে গেছে। তাদের দুজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছে। বাকি আহতরা সাজেকে গেছেন।
আরটিভি/এমকে