শরীয়তপুরে সুরাইয়া আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নের চর পাইয়াতলী হাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সুমাইয়া ওই এলাকার সাইফুল ইসলাম মোল্লার মেয়ে। তার চরচান্দা উচ্চবিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক। তবে আত্মহত্যার কোনো কারণ জানতে পারেনি পুলিশ।
পুলিশ ও পরিবার জানায়, সকালে ছোট বাচ্চাকে টিকা দেওয়ার জন্য সুমাইয়ার মা গিয়েছিলেন কমিউনিটি ক্লিনিকে এ সময় ফাঁকা বাড়িতে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সুমাইয়া।
সখিপুর থানার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এমকে-টি