ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দেড় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিনের নেতৃত্বে ফের মহাসড়কের সফিপুর পয়েন্টে ফুটপাত দখলকারী হকারদের উচ্ছেদ এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
চৌকি বিছিয়ে ও ব্যানার সাটিয়ে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠে এসব দোকানপাট। অভিযোগ রয়েছে, বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই এসব ব্যবসা করে আসছে দখলদাররা।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন বলেন, বারবার যারা মহাসড়ক দখল করে ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গত ৩ জানুয়ারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দু-পাশে হকারদের দেড় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু উচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই ফের মহাসড়ক দখল করে ব্যবসা শুরু করে ওই দখলদাররা।
আরটিভি/এএএ