ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:১৫ পিএম


loading/img
প্রতীকী ছবি

খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক পাহাড়ি বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুইমারার বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিবত্রন চাকমা গুইমারা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকার বাসিন্দা মৃত হেমেন্দ্র চাকমার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যার আগে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামলে বিবত্রন চাকমা ঘরের বাইরে থেকে দৌড়ে ঘরে ঢুকেন। ঘরে ঢোকার পরপরই বজ্রপাতে ঘরের দরজায় বসে থাকা বিবত্রন চাকমার মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |