নড়াইলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রোজিনা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় রোজিনার কোলে থাকা শিশু সন্তান ও স্বামী আহত হন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল-যশোর মহাসড়কের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা নড়াইল পৌরসভার বিজয়পুর গ্রামের খালিদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খালিদ দুপুরে মোটরসাইকেলে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে শহরের রূপগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। নড়াইল-যশোর আঞ্চলিক সড়কের মাছিমদিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে সড়কের ওপর রোজিনা ছিটকে পড়ে যান। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এএএ-টি