দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান শক্ত: সাইফুল্লাহ পান্না

আরটিভি নিউজ 

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৪৫ পিএম


দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান শক্ত: সাইফুল্লাহ পান্না
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান শক্ত। যারা এখন দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন এগুলো আমরা সুন্দরভাবে তদারকি করছি। যেগুলোর অ্যাকশন নেওয়া হচ্ছে। যারা দুর্নীতি করার চেষ্টা করছেন তাদেরকে সাবধান করে দেবেন। এ প্রক্রিয়া চলমান থাকবে। 

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাইফুল্লাহ পান্না বলেন, অনেকে মনে করেন সরকার কয়েকদিন আছে, তারপর চলে যাবে। সরকারের ৬টি সংস্কার পরিকল্পনা রয়েছে। আরও ৫-৭টা সংস্কার পরিকল্পনা তৈরি করেছে। আগামীতে এই সরকার বা যেই সরকারই আসুক তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ, এই সংস্কারের কথাগুলো হলো জনমানুষের কথা। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। আগের সরকার (আ.লীগ সরকার) দেড় বছরের ঋণের সুদ পেমেন্ট করেনি। এ সরকার এসে ধীরে ধীরে ঋণের সুদগুলো দেওয়া শুরু করেছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রওশন আলীর সভাপতিত্বে সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/এএএ/এস

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission